obak
02nd Dec 2022 2:53 am | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক:বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে সিলেট আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন। দলমতের ঊর্ধ্বে থেকে দেশের এই অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখাতে হবে।’
এ সময় তিনি প্রবাসীদের জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান এবং আদালতে মামলাজট কমানোর জন্য সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করেন।
একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন। প্রধান বক্তার বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, স্বল্পকালের জন্য হলেও সিলেটে হাইকোর্ট ব্রাঞ্চ চালু হওয়া উচিত। যদি সিলেটে হাইকোর্ট ব্রাঞ্চ হয়, তাহলে এখানকার মানুষের ন্যায়বিচার প্রাপ্তি দ্রুত নিশ্চিত হবে।
তিনি পরিকল্পনামন্ত্রীকে সঙ্গে নিয়ে সিলেটে হাইকোর্ট ব্রাঞ্চ স্থাপনে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে স্থানীয় আইনজীবীদের আশ্বস্ত করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী, মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ বিভিন্ন আদালতের আইন কর্মকর্তারা।