• ঢাকা, বাংলাদেশ

দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: ওবায়দুল কাদের 

 obak 
28th May 2022 1:29 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক অনুকরণীয় দৃষ্টান্ত।
শুক্রবার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। পলিটিক্যাল হ্যালুসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক মিথ্যাচার করছেন। পদ্মাসেতু দেখে বিএনপি অন্তর জ¦ালায় ভুগছে।

পদ্মাসেতু নিয়ে বিএনপি মহাসচিবের বারবার লুটপাটের কাল্পনিক অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার। যেখানে বিশ্ব ব্যাংক টাকাই দেয়নি সেখানে লুটপাট কোথা থেকে এলো। শতভাগ স্বচ্ছতা নিয়েই পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। পদ্মাসেতু নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে বিএনপির নেতারা আবোল-তাবোল বলছে। মিথ্যাচার, অপপ্রচার, সন্ত্রাসের রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখান করছে।

বিএনপির মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য দিয়ে যদি প্রমাণ করতে না পারেন তাহলে মেগাপ্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মাসেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল। এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নেন। পদ্মাসেতুর দুর্নীতি নিয়ে যে অভিযোগ বিশ্বব্যাংক করেছিল, পরবর্তীতে কানাডার আদালত তা নাকচ করেছেন এবং বাংলাদেশকে নির্দোষ হিসেবে রায় দিয়েছেন। তারপর বিশ্বব্যাংকই স্বীকার করছে পদ্মাসেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। এরপর কী বিএনপি মহাসচিব পদ্মাসেতুর স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করবেন?

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জন্ম থেকে দেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত এবং মানবকল্যাণে কাজ করেছে। দেশের জনগণই আওয়ামী লীগের ভরসা। আর যেকোনো সময়ের চেয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি। তার দক্ষতা ও সততার কাছাকাছি বাংলাদেশের কোনো নেতা নেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930