খেলাধুলা ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
সিলেটে থাইল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু শুরুটা সুখের হলেও পরের ম্যাচেই হোঁচট খায় টাইগ্রেসবাহিনী। পাকিস্তানের কাছে হারে ৯ উইকেটে। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হারের পর টাইগ্রেস বাহিনী দায়ী করেছিল উইকেটকে। সেদিন টার্নিং উইকেটে খাবি খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। তবে মালয়েশিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পাল্টেছে উইকেট। সেই সঙ্গে পাল্টেছে ম্যাচের সময়। প্রথম দুই ম্যাচে সকালে মাঠে নামলেও এই ম্যাচটি বাংলাদেশ খেলছে দুপুরে। তাই কুয়াশা বা ভেজা উইকেটের অজুহাত দেওয়ার সুযোগও নেই আজ।
মালয়েশিয়ার বিপক্ষে নামার আগে অবশ্য নির্ভার থাকার কথা বাংলাদেশের। এই প্রতিপক্ষকে হারানোর অভিজ্ঞতা আছে সবশেষ কমনওয়েলথ গেমস ক্রিকেটেও। নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘মালয়েশিয়ার বিপক্ষে কমনওয়েলথ গেমসে আমরা মুখোমুখি হয়েছি। তো ওদের টিম সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করি ফল ভালো হবে। হারজিত তো খেলায় থাকবেই, এটা নিয়ে নেগেটিভ কোনো কমেন্ট আমাদের ভেতরে নেই। পজিটিভ আছি, ইনশাআল্লাহ, নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’
বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা (উইকেটকিপার/অধিনায়ক), রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, মুরশিদা খাতুন, রিতু মনি, ফারিহা তৃষ্ণা, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।
নারী এশিয়া কাপে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।