• ঢাকা, বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে প্রাণ গেল দুই প্রবাসীর 

 obak 
25th Jun 2023 1:57 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৃথক ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। হত্যাকাণ্ডের পর দোকানে লুটপাট চালানোর ঘটনাও ঘটে।

রোববার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রামফন্টেইনে একটি দোকানে ঢুকে পড়েন কয়েকজন সন্ত্রাসী। এ সময় কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন মাকসুদুর রহমান মহসিন নামে এক বাংলাদেশি।

এ সময় দোকান থেকে লুট করে নেয় নগদ অর্থ ও জিনিসপত্র। নিহতের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।
 
একইদিন জোহানেসবার্গের সোয়েটুতে একই রকম ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। নিহত প্রবাসীর নাম মোহাম্মদ হারুন।
স্থানীয়রা জানান, মিডল্যান্ডসে প্রবাসী ব্যবসায়ী হারুনের দোকানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হন হারুন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বসুরহাটে।
 
এদিকে, ওইদিনই স্থানীয় সময় বিকেলে শহরটির আরেকটি দোকানে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাত বাহিনী। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন সজিব বড়ুয়া নামে এক গাড়ি চালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা। সজিবের বাড়ি চট্টগ্রামের নানুপুরে বলে জানা গেছে।
দেশটিতে এ ধরনের হামলা নতুন কোনো ঘটনা নয়। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্রধারীর হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ৫ মাসে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ বাংলাদেশি নিহত হয়েছেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930