obak
16th Jun 2023 2:55 pm | অনলাইন সংস্করণ
শফিউল মন্জুর ফরিদঃ গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুর পর ঢাকা ১৭ সংসদীয় আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। এ হিসেবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় আগামী ১৭ ই জুলাই উক্ত আসনে উপ-নির্বাচন অনুর্ষ্ঠিত হবে।
ঢাকা-১৭ আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাকের পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজী মোঃ রাশিদুল হাসান রাশেদ।
বুধবার বিকেল ৩টায় জাকের পার্টির মনোনীত এই প্রার্থী ঢাকা জেলা নির্বাচন কমিশন অফিসে দলীয় নেতাকর্মীসহ তাহার মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে।