• ঢাকা, বাংলাদেশ

ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত  

 obak 
19th Jul 2023 12:39 am  |  অনলাইন সংস্করণ
প্রতিবেদক শফিউল মঞ্জুর ফরিদঃ গত ১৭ ই জুলাই সোমবার অনুষ্ঠিত হলো বহুল আলোচিত ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচন। এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন অনুষ্ঠিত হলো।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনের ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হলো। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
নির্বাচনে মোট ১২৪টি কেন্দ্রে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। মোট ভোটার বিবেচনায় আরাফাত ৮ দশমিক ৮৬ শতাংশ ও হিরো আলম ১ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন। এই উপনির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। ঐ দিন ভোট শেষে রাত ৯ টার দিকে রিটার্নিং কর্মকর্তা মুনির হোসাইন খান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ফলাফল কেন্দ্র থেকে বেসরকারি ভাবে এ ফল ঘোষণা করেন।
এ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৮ জন। আরাফাত ও হিরো আলম ছাড়া বাকিরা হলেন—জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930