obak
03rd Jun 2023 2:15 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদন: মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ আবদুল ওয়াদুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইটখোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিনগর গ্রামের মো. রইছ উদ্দিন এর ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে ঝিনাইদহ থেকে ওয়াদুদ নিজ মোটরসাইকেলের পিছনে একটি বস্তায় কিছু জিনিস নিয়ে মাগুরা শহরের দিকে রওনা দেয়।
রাত ১০টার দিকে মাগুরা পৌর এলাকার ইটখোলা বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলে থাকা বস্তাটি আটকে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ওয়াদুদকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।