• ঢাকা, বাংলাদেশ

টেকনাফে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদক ও অস্ত্রসহ মাদক পাচারকারী আটক 

 obak 
05th Sep 2023 10:40 am  |  অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে ০৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল এবং অধীনস্থ হ্নীলা বিওপি হতে একটি চোরাচালান প্রতিরোধী টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে হ্নীলাস্থ আনোয়ার প্রজেক্ট এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ০০৩০ ঘটিকায় বিজিবি টহলদল ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে আনোয়ার প্রজেক্টের পাশ দিয়ে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অতিক্রম করে রঙ্গীখালী এলাকায় পাহাড়ের দিকে গমন করতে দেখে। এসময় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তাদের মধ্য হতে একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তার সাথে থাকা অপর চোরাকারবারীরা রাতের অন্ধকারে রঙ্গীখালী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত চোরাকারবারীর শরীর পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তার কোমড়ে পরিহিত লুঙ্গীর ভাঁজে ১টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি), ২ রাউন্ড তাজা কার্তুজ এবং হাতে থাকা ব্যাগের ভিতর হতে ১.০৬৫ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উল্লেখ্য, পলাতক চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা নিম্নরুপঃ
(১) মোঃ দীল মোহাম্মদ (৫৭), পিতা-মৃত আব্দুস সালাম, গ্রাম-পশ্চিম লেদা, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
আটককৃত ব্যক্তিকে ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, এলজি এবং কার্তুজসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930