• ঢাকা, বাংলাদেশ

জয়পুরহাটে বৃদ্ধাকে জবাই করে হত্যাঃ মাদকাশক্ত ছেলে আটক 

 obak 
28th Aug 2022 2:22 am  |  অনলাইন সংস্করণ
রুহুল আমিন , জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে জোসনা কুন্ডু (৬৩) নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের রেইল লাইন সংলগ্ন হরিজন পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পৌর শহরের হরিজন পট্টি  এলাকার মৃত হরিকুন্ডুর স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য  ওই বৃদ্ধার মাদকাশক্ত ছেলে নিশিত কুন্ডু (৩৫) কে আটক করেছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ওই বৃদ্ধা তার ছেলেকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেতেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বৃদ্ধার ঘরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।
এ হত্যাকান্ডের জন্য ওই বৃদ্ধার মাদকাশক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও  হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি। 
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930