obak
29th May 2022 6:34 pm | অনলাইন সংস্করণ
রুহুল আমিন : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছয় কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(২৮ মে) রাতে উপজেলার বেড়াখাই চার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া হরিনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী মেহেরচাঁন বেগম(৪৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।