obak
17th May 2022 5:25 pm | অনলাইন সংস্করণ
রুহুল আমিন : জয়পুরহাটে ট্রাকচাপায় চাঁন মিয়া (৪৫) নামে এক ভ্যানচালকের দুটি পা ছিন্নভিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মোকামতলা আঞ্চলিক মহাসড়কের মাটিরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চাঁন মিয়া সদর উপজেলার কোমর গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। ভ্যান চালিয়েই সংসার চালাতেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, চাঁন মিয়া ভ্যানে ধান নিয়ে নিশ্চিন্তা বাজারে যাচ্ছিলেন। পথে মাটির ঘর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক চাঁন মিয়ার একটি পায়ের গোড়ালির অংশ কেটে সড়কে পড়ে যায় এবং অপর পা থেতলে ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে পথে বিকেলেই তার মৃত্যু হয়।
বম্বু ইউনিয়ন পরিষদের সদস্য ও কোমরগ্রামের বাসিন্দা খাইরুল আলম মিঠু বলেন, চাঁন মিয়া ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তার দুটি সন্তান আছে। এক সন্তান খুবই ছোট, আরেক সন্তান স্কুলে পড়ে। এখন তার মৃত্যুতে ওই পরিবারে উপার্জন করার মতো কোনো মানুষ রইল না।
ক্ষেতলাল থানা উপপরিদর্শক (এসআই) শাহা আলম বলেন, ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় ধানবোঝাই একটি ভ্যানকে দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে ভ্যানচালকের দুটি পা ছিন্নভিন্ন হয়ে যায়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।