obak
22nd Jul 2023 2:54 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি : জাতীয় প্রেসক্লাবে উদ্ধোধন হলো ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম। উদ্ধোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন আহমাদ উজ্জামান এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর প্রেসিডেন্ট লায়ন মোঃ মাসুম আহমেদ। ক্লাবের সাবেক প্রেসিডেন্ট,জেলার রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান জেলার গভর্নর এডভাইজার লায়ন ড. আলমগীর হোসেন, রিজন চেয়ারপার্সন লায়ন মোঃ আবুল হাশেম। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন মোঃ আল আমিন, ট্রেজারার লায়ন হালিমা বেগম,সহ সভাপতি লায়ন মহুয়া লিপি প্রমুখ।
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে জেলা গভর্নর লায়ন আহমাদ উজ্জামান এমজেএফ বলেন, সারাদেশে আমাদের ২০০ টিম কাজ করছে। সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ কাজ করছে। কিন্তু জনগণকে সচেতন হতে হবে। লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর ১৫টি স্থানে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে সেজন্য ঢাকা হ্যাভেন কে ধন্যবাদ জানাচ্ছি। জেলার ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ শাহাদাত হোসেন পিএমজেএফ বলেন, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে।তাই সকল নাগরিক কে সচেতন হবার আহ্বান জানান।