শফিউল মন্জুর ফরিদ: জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও ফরিদপুর জেলা জাকের পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহজাহান মোল্লা গত ২রা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রি ও দুই ছেলে- মেয়ে সহ অসংখ্য আত্নীয় সজন রেখে যান। ব্যাবসায়ীক জীবনে তিনি একজন সফল প্রথম শ্রেণীর ঠিকাদার ও সূর্যমুখী পরি বহনের মালিক ছিলেন। সমাজিক জীবনে তিনি ফরিদপুর ডাঃ জাহেদ মেমরিয়াল শিশু হাসপাতালের সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। এ ছারাও ফরিদপুর চেম্বার অব কমার্স, লায়ন্স ক্লাব, ডায়াবেটিস হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, অন্ধ কল্যান, রেডক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সমাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ফরিদপুর বিশ্ব জাকের মন্জিলে মরহুমের প্রথম জানাজা ও ৩রা সেপ্টেম্বর শনি বার চৌরঙ্গী জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাদ জোহর ফরিদপুর আলীপুর কবর স্থানে সমাহিত করা হয়।