obak
17th May 2023 5:51 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি : আজ ১৭ই মে ২০২৩ইং তারিখ ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর নেতৃবৃন্দ জনতা ব্যাংক লিমিটেড এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর সভাপতি ড. তাপস চন্দ্র পাল, সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, সাংগঠনিক সম্পাদক আনিচ মুন্সী, প্রচার সম্পাদক লায়ন মোঃ আবুল হাশেম, কোষাধ্যক্ষ আবু জাফর মোঃ মহিউদ্দিন, প্রকাশনা সম্পাদক এমএইচ এম জাহাঙ্গীর, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ খোরশেদ আলম,প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মালাকার,ক্রিড়া সম্পাদক মোঃ ইমরান হক খান,সদস্য মোঃ মুকিতুল কবির প্রমুখ।

সভাপতি ড. তাপস চন্দ্র পাল বলেন, আপনাদের সহযোগিতায় ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ ব্যাংকারদের একটি প্রাণের সংগঠন হয়ে উঠবে। ব্যাংকারদের জন্য যেমন হাসপাতাল হবে তেমনি ব্যাকার্সদের জন্য ব্যাংকও হবে।
সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা তার প্রকাশিত “বঙ্গবন্ধুর গল্প” নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার কে উপহার দিয়ে বলেন,সমস্ত ব্যাংকারদের ঐক্যবদ্ধ করে ব্যাংকারদের স্বপ্ন বাস্তবায়ন করবো।