• ঢাকা, বাংলাদেশ

ছাদ থেকে পড়ে ঢাবির এক শিক্ষার্থীর মৃত্যু 

 obak 
09th Oct 2023 6:21 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগে একটি বাসার ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত  ওই শিক্ষার্থী হলেন মীর জাওয়াদ বিন জসিম (২০)। তিনি ঢাবির উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র।

হাজারীবাগের স্বপ্নভাঙা আবাসিক এলাকার একটি বাড়ির ১০ম তলায় নিজেদের ফ্ল্যাটে থাকে পরিবারসহ থাকতেন জাওয়াদ। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত জাওয়াদের বাবা মীর জসিম উদ্দিন জানান, রাত ১০টার দিকে জাওয়াদ বাড়িটির ছাদে যান। প্রায় তিনি প্রতিদিনই ছাদে গিয়ে বসে থাকতেন। গতরাতে ভবনের ছাদ থেকে পড়ে গেলে দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান জাওয়াদ।

তিনি আরও জানান, ঘটনার পর ছাদসহ বাড়ির কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। সেখানে দেখা গেছে, ছাদে রেলিংয়ের বাইরেও ২-৩ ফিট ফাঁকা জায়গা রয়েছে। রেলিং পার হয়ে জাওয়াদ সেখানে গিয়ে বসে ছিলেন। জায়গা ছিল অন্ধকার। ৪-৫ মিনিট বসে থাকার পর সেখান থেকে নিচে পড়ে যান জাওয়াদ।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাজারীবাগ থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031