• ঢাকা, বাংলাদেশ

চুয়াডাঙ্গায় চার উপজেলাতেই নারী ইউএনও 

 obak 
18th Aug 2023 1:02 pm  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: সর্বশেষ চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদানের আদেশ পেয়েছেন মোছা. মমতাজ মহল। উপপ্রকল্প পরিচালক হিসাবে বর্তমান ইউএনও শামীম ভুঁইয়াকে বদলি করা হয়েছে নারায়ণগঞ্জে। এর মাধ্যমে চুয়াডাঙ্গার চারটি উপজেলাতেই দায়িত্ব পালন করবেন চার জন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সদর উপজেলা ইউএনও হিসেবে মমতাজ মহলের ১ সেপ্টেম্বর যোগদান করার কথা রয়েছে।


১৪ আগস্ট সদর উপজেলা নির্বাহী অফিসারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত পত্রে বদলির আদেশ দেয়া হয়েছে। এরপর ১৬ আগস্ট খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রাসেল স্বাক্ষরিত আদেশে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের আদেশ দেন। এ আদেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় চার জন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।


এর আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় তিনজন নারী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় শামীম ভুঁইয়ার পরিবর্তে মমতাজ মহল ইউএনও হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হওয়ায় প্রথমবারের মতো জেলার সবকটি উপজেলাতেই নারী ইউএনও পেল জেলাবাসী।

এরমধ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। সর্বশেষ গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে যোগদানের আদেশ পান নারী ইউএনও মমতাজ মহল।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, নারীরা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবে বিষয়টা খুব ভাল। কাজের ক্ষেত্রে সবাই সমান। বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন সঠিক ভাবে বাস্তবায়ন করছে। নারীরা স্থানীয় ভাবে বেশি সুযোগ সুবিধা পাবেন। কাজে গতি আসবে সর্বদা। দায়িত্ব পালনে চার জন উপজেলা নির্বাহী অফিসার আন্তরিক হবেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930