• ঢাকা, বাংলাদেশ

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা শ্রীলঙ্কার 

 obak 
15th Apr 2022 11:32 pm  |  অনলাইন সংস্করণ

খেলার খবর:বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারত সফরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে এই স্কোয়াডে। বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। তবে দলে চমক হিসেবে থাকছেন রোশান সিলভা ও ওশাধা ফার্নান্দো।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুক্রবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে দ্বীপ রাষ্ট্রটি। 

এর প্রভাব পড়েছে লঙ্কান ক্রিকেটাঙ্গনে। শঙ্কা ছিল আগামী মে মাসে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ আয়োজন নিয়েও। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণার মধ্য দিয়ে।

লঙ্কান বোর্ডের দেওয়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারত সফরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। জায়গা হারিয়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে রোশান সিলভা ও ওশাধা ফার্নান্ডোকে। তবে দলে সুযোগ পাননি লঙ্কান ন্যাশনাল সুপার লিগ ২০২২-এ সর্বোচ্চ রান সংগ্রহ করা কামিন্ডু মেন্ডিস।

প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ১৫ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২৩ মে ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।

স্কোয়াডের অন্য সদস্যরা হলেন, কারুনারত্নে, ফার্নান্দো, নিসানকা, ধানাঞ্জায়া, ম্যাথউস, মিসারা, মেন্ডিস, রোশান, ডিকোয়ালা, চান্দিমাল, রমেস, চামিকা, রাজিথা, ভিসোয়া, আসিথা, মধুসানকা, শিরান, শিরাজ, প্রভিন, লাসিথ, জেফরি, লাকসিথা, লাকসান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031