obak
05th Jun 2022 4:38 am | অনলাইন সংস্করণ
শফিউল মন্জুর ফরিদ: গত কাল ৪ঠা জুন শনিবার রাত ৮টার দিকে স্মরণ কালের ভয়াবহ প্রচন্ড শব্দের বিস্ফোরনের সহিত সৃষ্ট অগ্নিতান্ডবে দাউ দাউ করে জ্বলছে চট্টগ্রাম শহরের অতি নিকটবর্তী সীতাকুণ্ডের থানার ভাটিয়ারী এলাকায় স্থাপিত….বিএম কন্টেইনার ডিপোতে আমদানি রপ্তানি ব্যবসার কারণে সংরক্ষিত ও মওজুদকৃত পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানার কেমিক্যাল কন্টেইনার। কন্টেইনার সমুহে হাইড্রোজেন পার অক্সাইড জাতীয় অতিমাত্রায় দাহ্য কেমিক্যাল মওজুদ ছিলা বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
কয়েক বর্গকিলোমিটার এলাকা জুড়ে গড়া কন্টেইনার ডিপোটিতে আনুমানিক ৫০ হাজার কন্টেইনার মওজুদ আছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন।
স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের শব্দে কমপক্ষে ৫ বর্গকিলোমিটার এলাকা কেপে উঠে ও বাসা বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। এ ঘটনায় নিউজ লেখা পর্যন্ত ৪৩ ৪৩ জন নিহত ও ৪শতাধিক আহত বলে জানা যায়। তৎমধ্যে গুরুতর অগ্নিদগ্ধ ও বিস্ফোরণে হাত পা হারানো নির্বাক মানব সন্তানের অবস্থা দেখে অনেকেই কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ছেন। বিভিন্ন সূত্রের লাইভ ফুটেজে শরীরে ৩০% এর উপরে জীবন্ত দগ্ধ অসংখ্য কিশোর যুবককে উদ্ধার করতে দেখা যায়। যাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।
চট্টগ্রাম শহরের ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করে আগুনের নিয়ন্ত্রণে আনতে না পারায় নিকটবর্তী জেলা ফেনী কুমিল্লা নোয়াখালীর লক্ষীপুর ফায়ার সার্ভিসের ইউনিট এসে সহোযোগিতা করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সেনা বাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে মানবিক বিপর্যয় রোধে সর্বস্তরের চিকিৎসা কর্মীগণ ঝাপিয়ে পড়লেও মানবিক বিপর্যয়ের শিকার আহতদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। জেলা ও মহানগরে সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত সকল ডাক্তার নার্স স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ও স্বেচ্ছায় রক্তদাতাদের হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হওয়ার জন্য চট্টগ্রাম সিভিল সার্জন বিশেষ অনুরোধ করেছেন। এছাড়া উদ্ধারকৃত আহতদের জীবন রক্ষায় দ্রুত চিকিৎসার স্বার্থে সকল সরকারি বেসরকারি এম্বুলেন্স মালিক ও চালকদের মানবিক বিপর্যয় রোধে সহায়তা দিয়ে রোগী বহনে ঘটনাস্থলে এম্বুলেন্স যোগান দেওয়ার অনুরোধ করা হয়েছে।