মহানগর ডেস্ক : গ্রীষ্মের শুরুর দিনেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। যদিও আবহাওয়া অধিদফতর আগেই বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।
অধিদফতর আরও জানিয়েছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে, তাই আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে তিন শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ তিনজন, সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে এবং একই জেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে আরও এক গৃহবধূর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত আলাদা স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া যেসব জেলায় কালবৈশাখী আঘাত হেনেছে সেসব এলাকার বহু ঘরবাড়ি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
সূত্র : সময়