obak
17th Jun 2023 1:43 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক সময়: এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গাড়িতে বসে থাকা আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় ওই নারীর গর্ভের সন্তান। বৃহস্পতিবার (১৫ জুন) এ ঘটনা ঘটে। পরে হামলার দায় স্বীকার করে ৩০ বছর বয়সী যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ওয়াশিংটন ডিসির শিয়াটলের ডাউনটাউন এলাকায় রাস্তায় গাড়ি পার্ক করছিলেন এক দম্পতি। এ সময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী।
অতর্কিত এ হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ইনো নৌন নামের আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী। গুলিতে ওই নারীর স্বামীও আহত হন। হামলাকারী নিহত নারীর বন্ধু বলে প্রাথমিকভাবে পুলিশ জানালেও বিস্তারিত কিছু জানাতে পারেনি।
তবে অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভের শিশু। সিজারিয়ানের পর চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহত নারীর স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনেকে।
ভয়াবহ এ হামলায় ঘটনার দায় স্বীকার করে ৩০ বছর বয়সী এক যুবক পুলিশের কাছে আত্মসর্মণ করেছে। এর আগে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেয় নিরাপত্তা বাহিনী। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা গেলেও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।