• ঢাকা, বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন এবং নির্বাচনোত্তর পর্যালোচনা 

 obak 
27th May 2023 2:22 am  |  অনলাইন সংস্করণ

হামিদুল আলম সখা: ২৫ মে ২০২৩ তারিখ হয়ে গেলো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৩। এই নির্বাচনকে ঘিরে মনোনয়ন পত্র দাখিল এর পর থেকে মুহুর্মুহু নাটকীয়তা চলছিল।সারা বাংলাদেশের সচেতন মানুষের দৃষ্টি গাজীপুরের দিকে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লক্ষ ৭৯ হাজার ৪৬৩। ভোট দিয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৫০। ভোটের হার ৪৮.৭৫।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আজমত উল্লা খান,
লাঙল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন,গোলাপ ফুল প্রতীকে মোঃ রাজু আহম্মেদ,মাছ প্রতীকে আতিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মোঃ হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম এর মাতা ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন।
রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম রাত ১.৩০ মিনিটে সর্বশেষ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম এর মাতা জায়েদা খাতুন ঘড়ই প্রতীকে ২,৩৮,৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আজমত উল্লা খান ২,২২,৭৩৭ ভোট পেয়েছেন। তৃতীয় স্থান লাভ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজী আতাউর রহমান ৪৫,৩৫২ ভোট পেয়েছেন।
মোট ৪৮০টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।সকল প্রার্থী মিডিয়ায় সাংবাদিকদের বলেছেন ইভিএম এ ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনও বলেছেন ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশন এর নির্বাচনী তফসিল ঘোষণা করার পর গাজীপুর এলাকায় একটি উৎসাহের পরিবেশ দেখা দিয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলেন আজমত উল্লা খান কে। সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মনোনয়ন দাখিল করলেন। মোঃ জাহাঙ্গীর আলম কি জানতেন তার নমিনেশন বাতিল হবে? যদি বাতিল হয় মায়ের প্রার্থীতা নিয়েই এগুবেন। জাহাঙ্গীর আলম ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর মা জায়েদা খাতুন একজন গৃহিণী।ষাঠোর্ধ বয়সী মহিলা নিজে কখনো রাজনীতি করেননি। তার নির্বাচন গাজীপুর সিটি কর্পোরেশন এর ভোটারবৃন্দ উপভোগ করেছেন।মেয়র প্রার্থীদের মাঝে জায়েদা খাতুনই একমাত্র মহিলা প্রার্থী। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ১১লক্ষের মধ্যে অর্ধেক ভোটার মহিলা।জায়েদা খাতুন জয়লাভের পিছনে এটি একটি উল্লেখযোগ্য কারণ।নব নির্বাচিত মেয়র এর পুত্র সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলমকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা, নির্বাচন এর আগে মূহুর্তে দুদুক থেকে জাহাঙ্গীর কে তলব করা এমনকি জায়েদা খাতুন এর নির্বাচনী প্রচারে সরকারি পুলিশ বাহিনী কর্তৃক বাধা এবং নৌকার সমর্থক কর্তৃক নাজেহাল করাতে জাহাঙ্গীর আলম এর মায়ের প্রতীক ঘড়ি প্রতীকের দিকে সাধারণ ভোটার ধাবিত হয়।
জাহাঙ্গীর আলম এর মা জায়েদা খাতুন এর পক্ষে তেমন কেউ ছিলো না। কিন্তু আওয়ামী লীগ এর প্রার্থীর পক্ষে অনেকেই সরবে ছিল।
মানুষের সহজাত প্রবৃত্তি হলো আক্রান্তের পাশে দাঁড়ানো। জাহাঙ্গীর আলম এর মায়ের পাশে সাধারণ ভোটার এভাবেই দাড়িয়েছে।
নির্বাচনে জাহাঙ্গীর আলম তার মায়ের নির্বাচনী সমন্বয়কারী ছিলেন । সাধারণ মানুষের ধারণা মোঃ জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়রের সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।
প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গাজীপুর সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন কতটুকু কাজ করবেন তা দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031