• ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩ 

 obak 
21st May 2022 9:19 am  |  অনলাইন সংস্করণ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় নলছাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপ চালক মো. মৃদুল হোসেন (২২), তার সহযোগী জাকির হোসেন (২০) ও অজ্ঞাত (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাগরী এলাকা থেকে একজন ব্যবসায়ী পিকআপে করে তাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পিকআপটি নলছাটা এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলো। এসময় কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখী এগারসিন্ধুর প্রভাতী যাত্রীবাহী ট্রেন পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে প্রায় এককিলোমিটর দুরে গিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিন জন মারা যান।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর নূর মোহাম্মদ ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930