• ঢাকা, বাংলাদেশ

গরম আর তৃষ্ণায় ট্রাকভর্তি মানুষের মৃত্যু 

 obak 
28th Jun 2022 8:11 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মেক্সিকো সীমান্তের কাছে ট্রাকটিতে ৪৬ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে।

সান অ্যান্তোনিও শহরের দমকল বাহিনীর প্রধান চার্লস হুড জানিয়েছেন, ট্রাকটিতে কোনো পানি ছিল না এবং তাতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও ছিল না। ট্রাকটিতে কোনো কুলিং ইউনিট (বাতাস চলাচল ব্যবস্থা) বা জানালা ছিল না।যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সান অ্যান্তোনিও শহরটি মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে। ওই অঞ্চলে সোমবার (২৭ জুন) তাপমাত্রা উঠেছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

চার্লস হুড বলেন, আমরা একটা ট্রাক খুলে গাদা গাদা মৃতদেহ দেখতে পাব, তা ধারণাও করিনি। এখানে যারা কাজ করতে এসেছেন তাদের কেউ এমন কল্পনা করেনি।ঘটনাস্থলে ৬০ জন অগ্নিনির্বাপণ কর্মী, ২০টি ফায়ার ইঞ্জিন ও ২০টি চিকিৎসা ইউনিট নিয়ে কাজ করা হয়। সেখান থেকে জীবিত ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়।

হুড সংবাদ সম্মেলনে ৪৬ জনকে মৃত পাওয়ার কথা এবং তাদের মধ্যে কোনো শিশু ছিল না বলে নিশ্চিত করেছেন।হুড জানান, জীবিত ১৬ জনের মধ্যে চার শিশু আছে। হাসপাতালে নেয়ার সময় তারা সবাই সজাগ ছিল।এদিকে এই মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।রিপাবলিকান পার্টির এই নেতা বলেছেন, সীমান্ত উন্মুক্ত রাখার যে নীতি নিয়ে বাইডেন চলছেন, তারই ফল এই মৃত্যু।

মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশ যুক্তরাষ্ট্রের বহু দিনের আলোচিত একটি বিষয়। গত বছর এই সীমান্ত দিয়ে রেকর্ডসংখ্যক অবৈধ অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930