• ঢাকা, বাংলাদেশ

খুব শিগগিরই মিলছে না স্বস্তি 

 obak 
02nd Jun 2023 10:57 am  |  অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিনিধি : র্তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হলেও খুব শিগগিরই মিলছে না স্বস্তি। আবহাওয়া অধিদফতর বলছে, পুরো জুন মাসজুড়েই থাকবে গরমের তীব্রতা।

ঘরে চলছে না ফ্যান বা এসি, বাইরেও ভ্যাপসা গরম। সব মিলিয়ে গরমে অতিষ্ঠ নগরবাসী। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। একটু স্বস্তির আশায় ভর দুপুরেও খাবারের হোটেল ভিড় নয়, সরবতের দোকানগুলোতে।

রাজধানীবাসী বলছেন, কয়েক দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। তার ওপর একটু পর পর লোডশেডিং হচ্ছে। ফলে ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। আর বাহিরেও প্রচুর গরম। প্রচণ্ড গরমে খুবই অশান্তি বোধ হচ্ছে।

শরবত বিক্রেতারা বলছেন, গরমের কারণে বেচাবিক্রি বেড়েছে। অন্যান্য ঠান্ডা জাতীয় খাবারের চেয়ে জুসের দাম একটু কম। এ কারণে ভালো বিক্রি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, এ বছর জুন মাসের প্রথম ২ দিনেই স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপদাহ রেকর্ড হয়েছ। ১১ বছরের মধ্যে জুন মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে বৃহস্পতিবার (১ জুন)। আর রাজধানীতে ৭ বছরের মধ্যে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডও হয় এদিন।

আগামী ৩ থেকে ৪ দিন দেশব্যাপী এমন তীব্র গরম থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবাহওয়াবিদ মো. বজলুর রশিদ সময় সংবাদকে বলেন, বেশিরভাগ জায়গাতেই ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। চলমান এ তাপপ্রবাহ আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকবে। এ সময় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার দিনাজপুরে ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। এর ১১ বছর আগে ২০১২ সালের ৪ জুন ৪২ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। ১০ জুনের পর মৌসুমী বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930