obak
08th Aug 2023 1:27 pm | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক: দিঘিনালা উপজেলার জামতলি ব্রিজের এক পাশে মাটি সরে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে সাজেকের।
মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে প্রবল বর্ষণ এবং ছড়ার তীব্র স্রোতে বেইলি ব্রিজের পূর্ব পাড়ের সংযোগ সড়কের মাটি সরে যায়। এরপর থেকে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি এবং খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
সরেজমিন দেখা যায়, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এতে মেরুং ইউনিয়নের বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানিবন্দি মেরুং ও কবাখালি ইউনিয়নের ছয় শতাধিক পরিবার। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জ পাড়া, মুসলিম পাড়া, কালাডেবাসহ চেঙ্গী নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। শহরের নিচু এলাকাও প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়ছে প্রায় তিন হাজার পরিবার।
জানা গেছে, টানা বর্ষণে আজও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। শহরের পৌরসভা এলাকার শালবন, কলাবাগান, সবুজবাগ এলাকায় পাহাড়ধসে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। খাগড়াছড়ি পৌর শহরে ১০টি আশ্রয়কেন্দ্রসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ভারি বর্ষণে ধসের ঝুঁকি থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং চলছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। বন্যাকবলিত দিঘিনালায় ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে।