• ঢাকা, বাংলাদেশ

কান উৎসবের অফিশিয়াল পোস্টার উন্মোচন 

 obak 
21st Apr 2022 3:53 am  |  অনলাইন সংস্করণ

বিনোদন ডেস্ক:বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ১৭ মে পর্দা উঠছে ৭৫তম কান উৎসবের। ফ্রান্সের সাগর পাড়ে এবারের আসর চলবে ২৮ মে পর্যন্ত।

আয়োজন সামনে রেখে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে অফিশিয়াল সিলেকশন। স্থানীয় সময় ১৯ এপ্রিল সন্ধ্যায় উন্মোচন করা হয়েছে উৎসবের অফিশিয়াল পোস্টার।

এবারের অফিসিয়াল পোস্টারে স্থান পেয়েছেন হলিউড অভিনেতা জিম ক্যারি। তার অভিনীত ‘দ্য ট্রুম্যান শো’ সিনেমার একটি দৃশ্য নিয়ে করা হয়েছে পোস্টার। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছিলেন পিটার উইয়ার। ট্রুম্যান চরিত্রে অভিনয় করেছিলেন জিম ক্যারি।

পোস্টার শেয়ার করা হয়েছে কানের অফিশিয়াল ফেসবুক পেজে। তাতে দেখা গেছে, আকাশের গায়ে লেখা ৭৫। তাতে হাত রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন একজন। ছবির ক্যাপশনে লেখা: ‘দুর্নিবার ও স্বাধীনতার কাব্যিক উদ্‌যাপন করার পদক্ষেপ। অতীতকে অতিক্রম করে নতুনের প্রতিশ্রুতির দিকে অগ্রসর হওয়ার একটি আরোহণ।’

এর আগে ১৪ এপ্রিল ঘোষণা করা হয় কানের অফিশিয়াল সিলেকশন। এবার অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের সিনেমা। স্বর্ণপামের জন্য লড়বে বিভিন্ন দেশের মোট ১৮টি সিনেমা।

এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে মোট ৪৮টি সিনেমা। প্রতিযোগিতা শাখা, আঁ সাঁর্তে রিগা, প্রতিযোগিতার বাইরে, মিডনাইট স্ক্রিনিংস, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিংস ক্যাটাগরিতে প্রদর্শিত হবে সিনেমাগুলো। এবারের আসরের উদ্বোধনী সিনেমা মিশেল আজানাভিসুস পরিচালিত ‘জেড’।

এবার কান উৎসবে থাকছে নেটফ্লিক্স। ২০১৭ সালে উৎসবে জায়গা পেয়েছিল নেটফ্লিক্স। পরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কর্তৃপক্ষকে। ওটিটি প্ল্যাটফর্মের আগে সিনেমা হলে মুক্তি দিতে কানের শর্ত পূরণে সম্মত না হওয়ায় এবারও প্রতিযোগিতা শাখায় জায়গা পায়নি নেটফ্লিক্স। যদিও ওটিটি প্ল্যাটফর্মের জন্য উদার হওয়ার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031