• ঢাকা, বাংলাদেশ

ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত 

 obak 
01st Oct 2022 12:39 pm  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে আলাদা দুটি অভিযানে মৃত্যুর এ ঘটনা ঘটে। হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। দুটি শরণার্থী শিবিরে চালানো অভিযানে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারান নিরীহ দুই ফিলিস্তিনি যুবক।

স্থানীয়রা বলছেন, পশ্চিমতীরের দুটি শরণার্থী শিবিরে অভিযান চালায় সেনারা। কোনো কারণ ছাড়াই খালেদ ও ইয়াযান নামে দুজনকে গুলি করে হত্যা করে তারা। এক বিবৃতিতে হত্যার বিষয়টি এড়িয়ে গেছে তেলআবিব। তবে ওই দুটি শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে বলে স্বীকার করেছে তারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। এমনকি অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা বেড়েছে। পশ্চিম তীর ও গাজায় আগস্টের ৩১ তারিখ পর্যন্ত ইসরাইলি হামলায় মারা গেছে অন্তত ১৪০ জন।

এর আগে, বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় অধিকৃত পশ্চীম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও অন্তত ৪০ জন। ইসরাইলি পুলিশের দাবি, ওই ফিলিস্তিনিরা গুলি ও বোমা ছুড়লে জীবন বাঁচাতে পাল্টা গুলি চালায় তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031