• ঢাকা, বাংলাদেশ

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা 

 obak 
21st Jun 2023 1:00 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মঙ্গলবার (২০ জুন) স্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মামলায় ইমরান খান ছাড়াও পিটিআইয়ের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
 
গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানকে খানকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের প্রতিবাদে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালায়। ওই দিন দেশটির কলমা চকে একটি কন্টেইনারে ও মডেল টাউন এলাকায় পিএমএল-এনের কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় ইমরান খান ও পিটিআইয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ সেলিম আদালতের কাছে ইমরান খানসহ পিটিআইয়ের অন্যান্য নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান।
 
পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি। পরে আদালত ইমরান খানসহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 
গত বছরের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও দুর্নীতিসহ বেশকয়েকটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930