• ঢাকা, বাংলাদেশ

আশুলিয়ায় ৫৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

 obak 
22nd May 2022 4:48 pm  |  অনলাইন সংস্করণ
আলমাস হোসেনঃ  সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৫৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ মে) সন্ধ্যায় দৈনিক স্বাধীন সংবাদ-কে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর ডিএডি মো. আরিফুল ইসলাম। এর আগে, একইদিন সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর মুন্সিবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জসিম উদ্দিন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ধাওলাই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১ এর ডিএডি মো. আরিফুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে একটি ফেনসিডিলের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জসিম উদ্দিনকে আটক করা হয় এবং তার ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জসিম উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930