• ঢাকা, বাংলাদেশ

আর কারো কাছে হাত পেতে ঝাড়ি খেতে হবে না: প্রধানমন্ত্রী 

 obak 
17th Aug 2023 7:24 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: জাতির পিতার স্বপ্ন পূরণে শোকের মাসে সর্বজনীন পেনশন চালু করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বয়স্কভাতা পান না, তারাও এই সর্বজনীন পেনশনের সুবিধা পাবেন। আর কারো কাছে হাত পেতে কারো ঝাড়ি খেতে হবে না।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কিম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিল গোপালগঞ্জ, বাগেরহাট ও রংপুর জেলা প্রশাসন এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।

শেখ হাসিনা বলেন, সর্বজনীন পেনশনে থাকবে চারটি স্কিম; প্রবাসী নাগরিকদের জন্য প্রবাসী স্কিম, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য প্রগতি স্কিম, স্বকর্মে নিয়োজিতদের জন্য সুরক্ষা স্কিম এবং স্বল্প আয়ের মানুষের জন্য সমতা স্কিম।

সর্বজনীন পেনশন স্কিম প্রস্তুত করতে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব মানুষের জন্য এই পেনশন স্কিম চালু করতে পারা নিঃসন্দেহে বড় উদ্যোগ। আওয়ামী লীগ যা অঙ্গীকার করে, তা বাস্তবায়ন করে। সর্বজনীন পেনশন স্কিম তার প্রমাণ।
মোট ৬টি স্কিমের মধ্যে আজ চালু হচ্ছে চারটি স্কিম; বাকিগুলো সুবিধাজনক সময়ে চালু করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর আওতায় ১৮-৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী, ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়সের কেউ ন্যূনতম ১০ বছর পর্যন্ত প্রতিবছর চাঁদা দিয়ে আজীবন পেনশন স্কিম ভোগ করতে পারবেন।

ব্যাংক-মোবাইল-নগদ সব পদ্ধতিতেই এই পেনশন স্কিমের লেনদেন করা যাবে জানিয়ে তিনি বলেন, এই স্কিমের মাধ্যমে মানুষের জীবনমান আরো উন্নত হবে। সার্বজনীন পেনশন স্কিম প্রণয়নে কাজ করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031