• ঢাকা, বাংলাদেশ

আবারও ভেসে এলো মৃত ডলফিন 

 obak 
06th Oct 2022 7:55 am  |  অনলাইন সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকায় ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন। এ নিয়ে সৈকতে চলতি বছর মোট ১৮টি মৃত ডলফিন ও তিমি ভেসে আসে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু জানান, ডলফিনটি কয়েকঘণ্টা আগে সাগরে মারা গেছে। কারণ ডলফিনটির রঙের পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা দেখা যাচ্ছে। আর মুখে জাল পেঁচানো রয়েছে। জেলেদের জালে মুখ আটকানোর কারণেই হয়তো এটির মৃত্যু হয়েছে। বার বার ডলফিন মৃত্যুর কারনে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ধারণা করা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের অদূরে জেলেদের পাতা খুটো জালে আটকে মাছটির মৃত্যু হয়েছে। পরে ঢেউয়ের সাথে সৈকতে ভেসে আসে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠিয়েছি। ডলফিনটি পচে সৈকত এলাকায় যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে সে জন্য প্রাণীটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা বলেন, বাংলাদেশে সব ধরনের ডলফিনই সংরক্ষিত। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২ অনুযায়ী ডলফিন হত্যা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।

ডলফিনের আবাসস্থল রক্ষায় গত বছরের ১৯ অক্টোবর সরকার ‘ডলফিন সংরক্ষণ কর্ম পরিকল্পনা’ অনুমোদন করেছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরো বলেন, একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড বিধান অন্তর্ভুক্ত করা রয়েছে। এ ছাড়া মৃত ডলফিনের দেহাবশেষ অবৈধভাবে কারও কাছে পাওয়া গেলেও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ডই হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930