obak
07th Jun 2022 3:43 am | অনলাইন সংস্করণ
সোবাহান সৈকত – সদরপুর,(ফরিদপুর):
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে এক অজ্ঞাত পাগলের মৃত্যু হয়েছে। বয়োস আনুমানিক (৭০)গত রবিবার গভির রাতে যে কোন সময় অজ্ঞাত পাগলের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন। বেশ কিছুদিন যাবৎ অজ্ঞাত ব্যক্তি দরবার শরিফের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো। বিশাল জটওয়ালা চুল ও সুঠাম দেহের অধিকারী ব্যক্তিটি পাগলের বেশে চলাফেরা করতো। কি কারনে পাগলটির মৃত্যু হয়েছে তার সঠিক কোন কারন জানা যায়নি। সোমবার সকালে স্থানীয় রাজেক মোল্যার বাড়ির সামনে রেইন্ট্রি গাছের নিচে পাগলটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা সদরপুর থানা পুলিশকে সংবাদ দিলে, সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। লাশ থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির সঠিক কোন ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয়রা কেউ কেউ বলছেন তিনি দীর্ঘদিন যাবৎ জাকের মঞ্জিল দরবার শরীফ এলাকায় ঘোরাফেরা করতো, আবার হঠাৎ করেই অজ্ঞাত স্থানে চলে যেত। কিছুদিন পর আবার দরবার শরীফ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।