• ঢাকা, বাংলাদেশ

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি 

 obak 
11th Nov 2023 6:47 am  |  অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রেইকজেনেস উপদ্বীপে মাত্র ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আঘাত হানেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্তে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ঘটনার পরপরই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধম্য এনডিটিভি এ তথ্য জানিয়েছে।


আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, গ্রিন্দাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে ভূমিকম্পের কারণে নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে এবং এর কারণে একটি অগ্ন্যুৎপাত ঘটতে পারে ৷
গ্রিন্দাভিক গ্রামে প্রায় ৪ হাজার বাসিন্দা বাস করে। শুক্রবারের ভূমিকম্পগুলো কেন্দ্রস্থল ছিল এই গ্রামের তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ২ মাত্রার। অগ্ন্যুৎপাত ঘটলে গ্রামটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে সরকার।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, অক্টোবরের শেষ থেকে রেইকজেনেস উপদ্বীপে ২৪ হাজার কম্পন অনুভূত হয়েছে। আর শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে।
 
সংস্থাটি জানায়,আগ্নেয়গিরির ম্যাগমা ভূপৃষ্ঠে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031