• ঢাকা, বাংলাদেশ

আইকনিক রেলস্টেশন উদ্বোধন,কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 

 obak 
11th Nov 2023 6:39 am  |  অনলাইন সংস্করণ

নিউজ ডেস্ক: অর্থনীতির গেমচেঞ্জার একগুচ্ছ প্রকল্পের দৃশমান অগ্রগতি স্থানীয়দের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্ধরে পৌঁছান তিনি। এরপর নবনির্মিত ১০০ কিলোমিটার রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধনের উদ্দেশে কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।

কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমনে সাজ সাজ রব উঠেছে সমুদ্রের কোলঘেঁষা প্রত্যন্ত জনপদ মহেশখালীর মাতারবাড়িতেও। নির্মাণাধীন ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটসহ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে এ উপলক্ষে জনসভারও আয়োজন করেছে ক্ষমতাসীনরা। স্থানীয়দের তাই বহুমাত্রিক উচ্ছ্বাস দিনটিকে ঘিরে।
রেলসেবা সম্প্রসারণ, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধনে পাল্টে যাবে পুরো এলাকার প্রতিচ্ছবি-এমন প্রত্যাশা স্থানীয়দের। আর সমুদ্রের পাড়ে আয়োজিত এই জনসভাও আরেকটি জনসমুদ্র হবে বলে আশা দলের কেন্দ্রীয় নেতাদের। তারা বলছেন, মানুষ সহিংসতা নয়, উন্নয়নের পক্ষেই থাকবে।
সবশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বর কক্সবাজার গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর আন্তরিক প্রয়াসে সাড়ে ৩ লাখ কোটি টাকার ৯৮টি প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বদলে যাচ্ছে কক্সবাজার।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031