বিশেষ প্রতিবেদন: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ চার বছর দেড় মাস পর রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। জানা যায় গত ১২ জুন রবিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে ৩২২ সদস্য বিশিষ্ট বিশাল এ পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ২০১৮ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের তৎকালিন সভাপতি মোঃ সাইদুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কর্তৃক স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে মোঃ রিপন মিয়া সভাপতি ও সহ- সভাপতি মোঃ শরীফ আহমেদ বিশাল ও মাহমুদুল হক জুয়েল মোড়লকে সাধারণ সম্পাদক করে তিতুমির কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পূর্নাঙ্গ কমিটি আলোর মুখ দেখতে পেল।
ঐতিহাসিক এ বিশাল ৩২২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৮৫ জন। যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ১১ জন। এ ছাড়া বিষয় ভিত্তিক সব সম্পাদক এবং সহ-সম্পাদক ও উপ সম্পাদকের নাম ও ঘোষনা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সকলকে অনেক অনেক দোয়া শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের জন্য উত্তরোত্তর সাফল্য ও কল্যান কামনা করি।