obak
18th Jul 2023 12:03 pm | অনলাইন সংস্করণ
প্রতিবেদক লায়ন মোঃ আবুল হাশেম: প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে আগত বাচিক শিল্পীগোষ্ঠী ও শ্রোতী নাটক পরিবেশক শিল্পী স্নাতা’র দলকে “মহুয়া সাংস্কৃতিক পরিষদ” কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়। অদ্য ১৭.০৭.২০২৩ তারিখ, সোমবার বিকেল ৫.০০ ঘটিকায় সেনাকল্যাণ ভবনের পুষ্পধারা প্রপার্টিজ লি. এর কনফারেন্স হলে হৃদ্যতাপূর্ণ আতিথেয়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাচিক শিল্পী স্নাতা’র সফর সঙ্গী ছিলেন শুভাশীষ ঘোষ ঠাকুর, আত্রেয়ী ঘোষ ঠাকুর, কৃষ্ণা ঘোষ, দেবযানী দাস এবং বিশিষ্ট কবি মোঃ হুমায়ুন কবির (অর্ণব আংশিক)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহুয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি লায়ন হামিদুল আলম সখা। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বিশিষ্ট কবি মোঃ হুমায়ুন কবির (অর্ণব আংশিক)। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক থিয়েটারের সাধারণ সম্পাদক পিনাকী রঞ্জন সরকার, বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের ঝর্ণাধারা শিল্পী গোষ্ঠী’র সাধারণ সম্পাদক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কৃষ্ণা মিত্র, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সহ সভাপতি কল্যাণ প্রসাদ কানু, বাংলাদেশ ব্যাংক সাহিত্যকর্মীদের সংগঠন অধিকোষ এর সাংগঠনিক সম্পাদক এবং ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর প্রচার সম্পাদক লায়ন মোঃ আবুল হাশেম এবং পুষ্পধারা প্রোপার্টিজ লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি অর্ণব আংশিক, শিল্পী স্নাতা, কৃষ্ণা ঘোষ, দেবযানী দাস, ফরিদা বেগম ও হামিদুল আলম সখা। হৃদয় ছোঁয়া প্রেমময় এক অনবদ্য শ্রোতি নাটক পরিবেশন করেন শুভাশীষ ঘোষ ও অত্রেয়ী ঘোষ । রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা মিত্র ও দেবযানী মিত্র।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগত শিল্পীবৃন্দকে বাংলা ভাষা ও আন্দোলনের ৬০ বৎসর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত স্মারকনোটসহ ড.আবুল কালাম আজাদ ও হামিদুল আলম সখা সম্পাদিত “বঙ্গবন্ধুর গল্প” ও হামিদুল আলম সখা’র কাব্যগ্রন্থ “প্রেম ও দ্রোহের কবিতা” বইগুলো উপহার দেন অদ্যকার আয়োজনের সভাপতি নন্দিত কথা সাহিত্যিক লায়ন হামিদুল আলম সখা।